হৃদয় যমুনা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
হৃদয় যমুনা মৃনাল কান্তি বাগচী ভুলতে আমি চাইনি তবুও গেলাম ভুলে, সেই ভুলের খেসারত দিতে গিয়ে পড়লাম আমি অকূলে। অকূলের কূল পাওয়া নয় একেবারে সোজা, ভুলের মাশুল দিনে দিনে বাড়ায় ঋণের বোঝা। শূন্য মনে দিচ্ছি আমি নিত্য ভুলের মাশুল, কূল হারা মোর জীবন খানি হলোনা কিছুতেই সেই ভুলের উসুল। ভুলের মাশুল হয়না উসুল, জীবন খানি…