বিশ্বনাথ দর্শন / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
বিশ্বনাথ দর্শন বাসুদেব চন্দ টিফিনের ঘণ্টা পড়তেই তিতলি ছুটে গেল বিশ্বনাথের কাছে। বিশ্বনাথ হলো বেণী’চাচার ছেলে, ফুচকা বেচে। এদ্দিন চাচাই বেচত, ও মাঝে মাঝে আসত হাত পাকাতে। বয়সের কারণে এখন আর চাচা আসে না, চাচার ছেলে আসে। বেণী’চাচার ফুচকা বরাবরই ভালো, তবে বিশ্বনাথেরগুলো যেন বেশিই ভালো! কেন যে ‘বেশিই ভালো’, তা ঠিক বলা যাবে…