উইপোকা / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
উইপোকা দীননাথ চক্রবর্তী আপনি কি তাকে চেনেন? দেখ’ কথা… চিনবেন না কেন? প্রকৃত সংগঠন করে যারা সকলেই চেনেন তাকে সত্য প্রতিবাদীর চুরুট ধোঁয়ায়। সদাই কানের গোড়ায় ক্যানেস্তারা বাজায় আবার তর্কের তরজা গানে আমি অমুকের এই করেছি আমি তমুকের ওই করেছি তবু অমুক-তমুকে ঠাঁই মেলেনা তার একদিন দু’দিন ব্যশ… ঠাঁই আসলে একটা শিকড় ভালোবাসার গভীর শিকড়…