তোমার প্রেমে / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
তোমার প্রেমে প্রদীপ সরকার আজি এই নিশিরাতে, মম হৃদয় মাঝারে, যেন তুমি এলে সুর তুলিয়া। কেন যে জানিনা, তোমার প্রেমের স্রোতে, মন মোর যায় বহিয়া। হায় রে হায়, মন মোর কয়, কেন হায় তারে, আজি পাইনা হেরিতে, গহীন মনের নয়নে। যেজন আসিয়া, তুলিলো লহর আমার উদাস মনে। আহা! সে রূপ তোমার, যেন অন্তরে আমার, গেল…