ওটিপি দেবেন স্যার / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
ওটিপি দেবেন স্যার বাসুদেব চন্দ (মজা এবং সাজা’র গল্প) ভোম্বল প্রায় সারা বছরই মাছি মারে, এই সময়টাতেই ইনকাম ট্যাক্সের রিটার্ন-ঠিটার্ন করে যা-হোক কিছু রোজগার করে। এবছর মাছিও তেমন মারতে পারেনি, উল্টে মাছিরাই ওর নাকের ওপর হাঁচি মেরে চলে গেছে! গোদের উপর বিষফোঁড়া’র মতো, ওর মাছি-মারা-হেলপারটাও দু’মাসের মায়না না পেয়ে পুরোনো একটা প্লাস্টিকের চেয়ার তুলে নিয়ে…