আরাকানে ভূতের ফাঁদ / বাসুদেব দাশ / বাংলা ছোট গল্প /
আরাকানে ভূতের ফাঁদ বাসুদেব দাশ তান্ত্রিক তারা শঙ্কর দত্ত বাড়ীতে আরাম কেদারায় শুয়ে একটু আয়েস করে বিড়ি টানছিল। হঠাৎ ডোর বেল বাজার আওয়াজ পেয়ে উঠে এসে দরজা খুলে দেখে হাবু আর গবু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। হাতে একটা আলুর চপের ঠোঙা। হাবু আর গবু ভিতরে ঢুকে সোফায় বসে। তারা শঙ্কর…