আশ্রয় / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
রহস্য গল্প আশ্রয় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় “বাড়িতে কেউ আছেন? আমি রজতাভ। মাসিমা। দরজা খুলুন।” রজতাভ অনেক ক্ষণ এই দরজার কাছে দাঁড়িয়ে। রজতাভ মৈত্র। চুঁচুড়ার ছেলে। হাওড়াতে ফ্ল্যাট আছে।সম্প্রতি চাকুরি সূত্রে থাকে হায়দরাবাদ। এখন তার অনেক নাম আর প্রতিপত্তি। কিন্তু একদিন এই বাড়িতে তার কত সময় কেটেছে। নতুন জীবনের হাতছানি তাকে এই সব দিন গুলো ভুলিয়ে দিয়েছিল।…