আনন্দ রূপং অমৃতম্ যদ্বিভাতি / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
আনন্দ রূপং অমৃতম্ যদ্বিভাতি ……………………………………… শ্যামাপ্রসাদ সরকার ১৮৮২, ৫ই অগস্ট একটি মনোরম সন্ধ্যাকাল। ইতিহাস বদলাচ্ছে একটু একটু করে। গঙ্গার পাশে ইংরেজের কেল্লার পাশাপাশি বাগবাজারে বলরাম বসুর বাড়িতেও একটি কেল্লা তৈরী হচ্ছে। আর সেখানকার সৈন্যসামন্তরাও সব প্রস্তুত হচ্ছেন আগামীদিনের ভারতবর্ষের জন্য। এদের মধ্যে লালচক্ষু রোহিত মৎস্যের মত একটি যুবক সবার মাথা ছাড়িয়ে উঠছেন। কেল্লার রাজা…