জীবনের কথকতা! / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
জীবনের কথকতা! শ্রী নীলকান্ত মণি পথ সে তো বুক পেতে পড়ে আছে পথিক হাঁটবে বলে! ভালো কথা৷ পথের জীবন জীবন-পথের ঠিকানাই যদি ভুলে গিয়ে থাকে দোষ দেওয়া পদে পদে দোষ ধরা হয় তবে বৃথা! পথ মুখে তার কথা নাই চলার সে পথ ঠিক না বেঠিক— পথের সে ভাবে বোঝা দায় এটাই বাস্তবতা৷ চাই বা না…