নির্জলা / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
নির্জলা মৌসুমী ঘোষাল চৌধুরী নির্জলা পড়ন্ত বিকেল জুড়ে অভাবের ফেরেস্তা। আমি ফেরিওয়ালা। সারাদিন ঝাঁ ঝাঁ রোদে ঝাঁকুনি বাসে এক পায়ে নিয়ন্ত্রন। কালো লজেন্স কিনে নিয়ে গেছে জগদ্ধাত্রী অধিবাস। অতীত খুঁড়ে বলে যাই এভাবেই পূর্নাঙ্গ ক্ষিধেয় ছিটেফোঁটা রক্ত বিক্রি করে চেয়েছি ভাতের দু দলা। ব্যাঙাচি ব্যাকুল শ্বাসে শ্বাসনালিতে পরিধান করেছে রক্ত। সে রক্ত ও নির্জলা, উপবাস।…