আপনজন / কাকলি ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপনজন কাকলি ঘোষ গনগনে মুখে রুটি সেঁকছে শিখা। বেলছে, ভাজছে আর তারপর জ্বলন্ত উনুনে ফেলে ফোলাচ্ছে। আগুনের লকলকে শিখায় লাল টকটকে দেখাচ্ছে ওর মুখ। ঘরের এক কোণে বসে দেখছে সুখেন। বুঝতে পারছে। রাগ হয়েছে ওর। আজ তারকেশ্বর থেকে বাড়ি আসার পর ওর সঙ্গে রিন্টিকে দেখেই মাথা গরম হয়ে গেছে ওর। একবারও বুঝতে চাইছে না ওখানে…