প্রাপ্তি / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
প্রাপ্তি স্বপ্না নাথ একদিন প্রভাতে, এক ঝুড়ি ফুল পাঠালে তুমি, কি তার বর্ণময় সুষমা! কি তার সুগন্ধের পরিব্যপ্তি, ঘর আলো হয়ে গেল আমার! দীর্ঘ সময় বাতাস বাহিত হয়ে, রয়ে গেল ঘরের কোণে কোণে। হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে চারিত হল, ক্ষণকালের বর্ণ, গন্ধের প্রতিভাস। সযত্নে সুপাত্রে রক্ষিত হল জলসিঞ্চনে, দীর্ঘায়ত যদি হয় তাদের প্রাণময়তা! দুদিন পরে, আর…