লড়াই (তৃতীয় পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
লড়াই (তৃতীয় পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় একটু আগেই যে চিন্তার মেঘ গোটা বাড়িতে ঘনিয়ে ছিল হঠাৎই তা উধাও। খেতে বসে বাবা বললে “সামনের মাসে মাইনে পেলে আগে জানালার কপাট লাগাব।এমন করে কী থাকা যায়! সবাই হাসলেও মা চুপ করে রইল। বাবা বলল “কিছুই বললে না যে”? মা মৃদু হাসলে। বললে “যা মাইনে পাও তাতে সারা মাস…