আধুনিক / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
আধুনিক দীননাথ চক্রবর্তী হটাৎ আজ আধুনিকতাকে দেখলাম কৌরব পাশা সভায় তখন এক দুঃশাসন টেনে হিঁচরে খুলতে ব্যস্ত দ্রৌপদীর পরনের শাড়ি অনেকেরই চোখ তখন চক চক করে ওঠে এরপর কী হয় …কী হয়… বিশেষতঃ দুর্যোধন কর্ণ। অনেকেই আবার মজা লুটতে ব্যস্ত সেই অনেক তো আসলে অনেক নয় রাজসভার বাইরেই থাকে অনেক একথা কেউ জানুক না জানুক…