ভিটের টানে (পঞ্চম পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ধারাবাহিক ভ্রমণ কাহিনী /
ভিটের টানে (পঞ্চম পর্ব) সলিল চক্রবর্ত্তী ০৪/০৪/২০২৪ “এই কূলে আমি, আর ওই কূলে তুমি,মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।” মান্না দের বিখ্যাত গানের লাইনগুলো আবার মনে পড়ে গেল। ঠিক তাই, মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতী নদী, যার এ কূলে বাংলাদেশের সাতক্ষীরা, আর ও কূলে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা। নদীর প্রস্থ এখানে তুলনা মূলক ভাবে কম।…