মেহ্ফিল / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
মেহ্ফিল শ্যামাপ্রসাদ সরকার সেদিন খুব বৃষ্টি নেমেছিল পনঘটপে ক্রমে ভেসে যাচ্ছিল মধ্যবিত্তের তাথৈ সম্বল তাও সিঁড়ির ওপর অফিস ফেরতা বাবা দেখি কখন যেন এক গা’ বৃষ্টি নিয়ে এসেছে, খুশখুশে কাশি বলে গরম আদা- চা সেই বর্ষায় অর্ডার হয়েছিল রান্নাঘরে, সেদিন মা পাঁপড় ভেজেও দিয়েছিল সাথে করে, হ্যাঁ, তখন মারু-বেহাগই বাজছিল! …. একদিন সবাই মুখ নীচু…