আমি গাঁয়ের ছেলে / অসিত ঘোষ / বাংলা কবিতা / বাংলা বর্ষবরণ সংখ্যা /
আমি গাঁয়ের ছেলে অসিত ঘোষ আমার বাড়ী বর্ধমানের গ্রামে মাঠের মাঝে থাকতাম আরামে, চল্লিশ পঞ্চাশটি মাটির ঘর আমরা কেউই ছিলামনা পর। গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু আছে আমরা ছিলাম কত কাছে। হারিকেনের আলো করতাম পড়াশুনা শীত গ্রীষ্ম করতো আনাগোনা, মাটির ঘরে খড়ের চালে বাগান থাকতো ফুলে ফলে। পাখির…