কেরুকার্য / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
কেরুকার্য বাসুদেব চন্দ আমাদের কেরু’দা পেশায় দর্জি। পুরো নাম কেরু চরণ দাস। এহেন নামের উৎপত্তি এবং ব্যুৎপত্তি নিয়ে আপনাদের আগ্রহ থাকলেও নিষ্পত্তি করার কোনও উপায় আমার জানা নেই। কারণ নামকরণ সম্পর্কিত যত রীতিনীতি তা পুরোটাই মা-বাবার অভিরুচি। কেরুদার ক্ষেত্রেও একথা প্রযোজ্য। তাই কারোর বা কেরুর নামের পেছনে ঘাম না ঝরিয়ে আসল কাজে আসি বসুন। ***%***…