তোমায় মনে করে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“তোমায় মনে করে” রণজিৎ মন্ডল দূরে আছো অনেক দূরে, দিনের শেষে ঘরে ফিরে বড্ড মনে পড়ে। বুকটা যেন ধড়ফড় করে, কাছে পেলে কথাগুলো বলে আনন্দে বুকটা ভরে। না, সে তো হবার নয় কখনো জানি ভালো করে, চাইলে যদি পাওয়া যেত রাখতাম তোমায় ধরে। বড় কষ্ট, বড় রুষ্ট, সব যেন জীবন নষ্ট করে, শান্তনা, প্রেম, ভালোবাসা…