বিবেকানন্দ / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
বিবেকানন্দ দীননাথ চক্রবর্তী প্রাণে বিবেক মানে বিবেক হৃদয়ে অন্তরে রে , ভাষায় বিবেক ভাবে বিবেক চিত্তে মর্মরে রে। আচারে বিবেক বিচারে বিবেক বিবেক সংসারে , কর্মে বিবেক ধর্মে বিবেক, বিবেক চরাচরে । বিবেক ঘরে বিবেক মঠে অলি গলি অন্ধকারে , রোষে দ্বেষে স্বার্থ রিপু সংস্কারে বিধানেরে । বিবেক ভারত বিবেক জগৎ বিবেক যত ইন্দ্রিয় রে…