আপন জন (ষষ্ঠ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (ষষ্ঠ পর্ব) কাকলী ঘোষ কী হয়েছে জিজ্ঞেস করে ধমক খেয়ে ফিরে এসেছে কপিল। সুখেন এগোয় নি। কী দরকার ওসবে থেকে।তার চেয়ে বরং কাজে মন দিলে লাভ আছে। নিজের আগ্রহ আর ইচ্ছা দেখালে যে আখেরে ফল ভালো হয় সেটা ও বুঝে গেছে ততদিনে। ম্যানেজার গোবিন্দ হালদার ওকে বেশ ভালো চোখে দেখছে আজকাল। অন্যদের দাঁত…