কাজের বাজার / প্রণতি ভৌমিক / বাংলা প্রতিবেদন /
কাজের বাজার প্রণতি ভৌমিক কাজের বাজার নিয়ে আজ সারা বিশ্ব তোলপাড়। শুধু এদেশেই নয়, কাজের জোগান, চাহিদা, মজুরি এক অভিনব রূপে আজ গোটা বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করছে। এই শুনি দিকে দিকে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কথা। আবার কিছু পরেই কর্মীরাও আমি হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে নিয়োগকারীরা। এককথায় কর্ম সংকোচন- কর্ম প্রসার যেন ঋতু পরিবর্তনের মত আজকের দুনিয়ার…