মন না রাঙিয়ে / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
মন না রাঙিয়ে শ্রী নীলকান্ত মণি বাবা আমার প্রায় বলতেন সুর মিলিয়ে সুরে, মন না রাঙিয়ে যোগী, বসন রাঙালো ভুল করে! হায়! স্বামী বিবেকানন্দ যদি হওয়া যেতো মাথায় পাগড়ী পরে! পারস্পরিক বিশ্বাস ভালোবাসা ও শ্রদ্ধা কে হত্যা করে বুলি কপচানোই উপজীব্য যাদের হৃদয় হীন সে সব চতুর মানুষ তাঁদের কাছে যথার্থ বক্তব্য, যে কোন ফুৎকারে,…