তিলোত্তমা / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
তিলোত্তমা স্বপ্না নাথ ঝড় উঠেছে, ঝড় উঠেছে, প্রতিবাদের ঝড়, ওরে মেয়ে, মরেও তুই, এইখানে অমর। কোটি কোটি মনের আগুন, পুড়িয়ে দেবে পাপের সোপান, খুব কষ্ট পেয়েছিস তো! এবার দেখ ত্রাসের কাঁপন। রাত দখলে নারী জাগে, দেশের মানুষ ফুঁসছে রাগে, ও মেয়ে, তুই ভাবিস না আর, পথে পথে সময় জাগে। অপরাধের আঁতুড় ঘরে, জন্মাবে না নতুন…