ক্ষত / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা অনুগল্প /
ক্ষত ——- শ্যামাপ্রসাদ সরকার …’আচ্ছা দাদা আপনি ঠিক এখানে কোন বাড়ীটা খুঁজছেন বলুন তো?’ এতক্ষণ ধরে গোটা পাড়াটা যেন অচেনা লাগছে। লাল লাল রঙের সব কটা বাড়ীগুলোতে ইদানীং অন্য ফ্যাকাশে রঙের পোঁচ পড়েছে। এমনকি সামনের ফাঁকা জায়গাটায় আর আগের মত ক্রিকেট বা লুকোচুরি খেলেনা বাচ্চারা। বাবার হাতে পোঁতা সেই ঝাঁকড়া জবাগাছটাও উধাও। এখন সেখানে…