অচেনা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“অচেনা” রণজিৎ মন্ডল কত চেনা মুখ হয়েছে অচেনা কত অচেনা হয়েছে চেনা! কার মনে ছিল কি যে লুকানো আজও হয়নি সে কথা জানা। ভালোবেসে কেউ এসেছে কাছে কেউ ভালোবাসায় গিয়েছে মিশে, কারো অভিনয় করেছে হতাশ কেউ বা মেরেছে যাতনায় পিশে। আমি হতবাক নির্বাক হয়ে নিয়েছি আপন করি, ভালোবেসে মিশে প্রয়োজন শেষে গিয়াছে কখন জানি না…