খুঁজি / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
খুঁজি দীননাথ চক্রবর্তী এখন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই নিজেকে ঠিক দেখার জন্য নয় তবে একেবারে যে তা নয় বলবো না নিজের মধ্যে খুঁজি ভালোবাসাকে প্রতিক্ষণের বয়েসের মধ্যে । কেমন হয়েছে সে দেখতে? বুড়ো হয়েছে কি? চোখে কালি চামড়ায় কোঁচ কপালে বলিরেখা খুঁজে খুঁজে দেখি। তোমার নিশ্চয় বলবে ভালোবাসা কি কখনো বুড়ো হয়? হয়…