মুহূর্ত বদল (চতুর্থ পর্ব) / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ধারাবাহিক উপন্যাস /
মুহূর্ত বদল *********** শ্যামাপ্রসাদ সরকার (চতুর্থ পর্ব) ‘ নৈকট্যের অভাব নেই আমাদের শুধু একটা নদী নেই কাছে। জ্বলে আকাশ ভরা তারা তবু অমরত্ব বাঁচে। কেন পাইনা ছুঁতে আলো জমে মনের কোণে ক্ষোভ। উন্মাদ হই আমি আমার যে খুব লোভ…’ অরাতিদমনের পাঠানো এই লাইনগুলো আজ ইনবক্সে পড়তে পড়তে রাইএর ভেতর থেকে উদ্গত…