আম্বিশন / বাবু বিশ্বাস / অনু গল্প /
আম্বিশন বাবু বিশ্বাস বর্ষণ ভেজা এই রাত। চারিধার নিঝুম, আধাঁর,একটিও তারা নেই আকাশের বুকে । গম্ভীর কালো মেঘ আড়াল করে রেখেছে তাকে।। ব্যাঙেদের কলরব,। দূরে এককোণে শিকার করার অপেক্ষায় খোপ মেরে বসে রয়েছে বুড়ো পেঁচা।।। নিদ্রাহীন চোঁখে কল্পনাতে জেগে রয়েছি আমি একা।রাত সাড়ে তিনটে, ভাবছিলাম সেদিনের সেই ছোট্টবেলার কথা, science City তে একটা…