গর্হিত গলির গণিকা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
☆★☆”গর্হিত গলির গণিকা”☆★☆ ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ✍️শিব প্রসাদ হালদার গলির মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটির ইপ্সিত ইশারার ডাক, পায়নি সাড়া সেই পথিকের-যায়নি কাছে। যেতে আসতে দেখেছে বারবার- পথেই জেগেছে প্রশ্ন মনে, কোথা থেকে আসে-কেন আসে-এরা তবে কারা? অভিশপ্ত অদৃষ্টের গভীর অনুশোচনায় অন্তরে এসেছে যখন প্রকৃত ভালবাসার অনুপ্রেরণা, তখন পৌছেছে কাছে; পবিত্র প্রেম করেছে আরও আপন।…