সমর্পন / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
সমর্পন মৃনাল কান্তি বাগচী নির্জনে তোমায় খুঁজি আমি বার বার, তবুও তোমার দেখা পাইনা একবার, তুুমি প্রভু,তুুমি পরমেশ্বর, তুমি ঘোচায় মম জীবনে যত আছে অন্ধকার। অশান্ত হৃদয়ে শান্তি খুঁজিবার তরে তোমায় সমর্পন করেছি মম হৃদয় বার বার। যদি কিছু করে থাকি অপরাধ ক্ষমা করিও নিজগুণে, তুমি অসীম,তুুমি অনন্ত, তোমায় সমর্পিয়ে, ধন্য আমি মনে…