বৃষ্টি আজ দিলাম তোমায় ছুটি / সুমান কুন্ডু / বাংলা কবিতা /
বৃষ্টি আজ দিলাম তোমায় ছুটি ★*************************★ সুমান কুন্ডু বাইরে………… অঝোর ধারায় আষাঢ়ের বর্ষণ আকাশ নিকষ ভ্রমর কালো দূরে ভেসে আসছে রবীন্দ্রসংগীত, “তুমি রবে নীরবে” বিছানায় শুয়ে একা প্রেমিক আধো তন্দ্রা – আধো জাগরণে, কখনও ভাসছে ফেলে আসা জীবন কখনও প্রথম প্রেমের জলচ্ছবি। ঘর অন্ধকার সিলিং ফ্যানটা ধীরে ঘুরছে সেদিকে দৃকপাত করতেই মনে…