স্বপ্ন তরী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
স্বপ্ন তরী রণজিৎ মন্ডল অসহনীয় যন্ত্রণা সয়েছি গর্ভে ধারণ করি, দশমাস দশদিন দিবারাত্র তিল তিল করি। স্বপ্নে দেখেছি চাঁদের দেশের রাজপুত্র, কেউ বা ডানাকাটা পরী! করেছি সংগ্রাম নিত্য দিনের নিত্য চাহিদা পুরণ করি, বুকের রক্ত নিঙারিয়া কত নিশি জাগিয়া পার করি, করিতে সফল স্বপ্ন জমে থাকা মনের অঙ্গন ভরি। দিনে দিনে বাড়ে…