সমান্তরাল / স্বাগতা ভট্টাচার্য / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
সমান্তরাল স্বাগতা ভট্টাচার্য **************** মেঘসিঁড়ি পেরিয়ে মোহাচ্ছন্ন ঝর্ণা আর- কুহেলি নদীর দেশে আজ তোমার নীরব নিমন্ত্রণ। আকাশ নীলে অনন্ত বিস্ময়!… তোমার শূন্য করতলে মৌন সন্তাপ! … আমার দু’চোখে আশ্চর্য ঘুমঘোর। উঁকি দিলাম তোমার মনের শূন্য খাঁচায়। প্রাণপাখিটা বলে উঠলো, “আলো দাও! আলো!….” একটু ছায়া তরু!… নিরুচ্চারে খুলে দিলাম বন্ধ দুয়ার।… রুদ্ধ ডানা থেকে…