না বলার মাঝে বলা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
না বলার মাঝে বলা মৃনাল কান্তি বাগচী কত কিছু বলবো বলে এসেছিলেম তোমার কাছে, বলতে গিয়েও বললাম না যদি ভুল বোঝ আমায় পিছে। আমার না বলা কথা থাকনা মোর মনের গহীনে, যা বলতে চেয়েছিলেম বলতে চাইনে এ জীবনে। আমার যা বলার ছিলো হৃদয় দিয়ে তুুমি বুঝে নিও, এর বেশী কিছু বলবোনা যদি পারো অন্তর…