যদি আমিকাল, বারোটার পরে ডাকি জেগে থাকবেন, রাতটুকু বাদবাকি? / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
যদি আমিকাল, বারোটার পরে ডাকি জেগে থাকবেন, রাতটুকু বাদবাকি? প্রেমাঙ্কুর মালাকার দেখরে যাদব!সাড়ে তিনটায়, কাল রাতে দিবি ডেকে- তা ত’ দেবো বাবু!কিন্তু জানিনা, কিকরে যে ঘড়ি দেখে? তুই ডেকে দিস, ঘুম ভাঙলেই, তাতে নেই অসুবিধা- আমিই তখন, ঘুম থেকে উঠে, ঘড়ি দেখে নেবো সিধা! যাদব কে বলে, তুইতো ডাকবি, তোকে বকবোনা রাগে! রোজ ঘুম থেকে,…