মুক্তি / আগন্তুক / বাংলা কবিতা /
মুক্তি আগন্তুক আমি দেখেছি পথে , শত দীনহীন , জীর্ণ দেহ , সহায় সম্বলহীন , ক্ষুধার্থ । দেয়নি তাদের কখনো আমি , অন্ন, বস্ত্র কিংবা অর্থ । এইনা যে,ছিলনা সামর্থ । ছিলনা শুধু কোনোই স্বার্থ । আমি দেখেছি , শত মায়ের কান্না , অঝোরে ঝড়ায়ে বুক্ । চিকিৎসা বিহীন রয়েছে পড়ে, তার সন্তানের বড়োই…