সমাজ কথা / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
সমাজ কথা নন্দিতা চক্রবর্ত্তী অমন ভাবে বোলো না এমন ভাবে চলো আস্তে করে মিস্টি করে দু এক কথা বলো। নিজের কথা বোলো না পরের কথা শোনো। ঘরের কাজে লক্ষ্ণী মেয়ে নেই তুলনা কোন। ছোট জামা ছোট পোষাক তোমার জন্য নয়। ছেলেরা যদি হামলে পড়ে দোষটা তাদের নয়। লেখাপড়া করতে হবে ভাল জামাই…