মিটলো কি… / অশোক কুমার দাস / বাংলা কবিতা /
মিটলো কি… অশোক কুমার দাস ওগো সুরবালা গেঁথে ফুলমালা ভাসিয়ে দিলে নদীর জলে পুজোর ডালা। রাত জেগে গাঁথা শখের মালা কার আঘাতে কিসের জ্বালাতে ভাসালে নদীর এই প্রভাতে মিটলো কি তাতে ঘুচবে কি দিন রাতে খুলবে কি এই হাতে দেবালয়ের ওই তালা ? বলো সুরবালা… –~০০০XX০০০~–