রক্তকরবী / মনীষা (নভশ্রী) / বাংলা কবিতা /
রক্তকরবী ********* ✒ মনীষা (নভশ্রী) বারবার যেতে চেয়ে কেন ফিরে আসি! আসি বলে অনায়াসে যায় চলে যাওয়া। যাওয়া মানে সবটুকু মায়া বানভাসি! বানভাসি হলে মিছে কেন নাও বাওয়া? বাওয়া এই নাওখানি বড় মায়াময়, মায়াময় মোহমাখা কত পিছুটান… টান আজও শিকড়েই জমায় সময়, সময় কি স্মৃতি-স্রোতে জীবনের গান? গান যদি ভুলে যায় কোনও স্বরলিপি স্বরলিপি খুঁজে…