চাইতাম…. / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
চাইতাম…. শ্যামাপ্রসাদ সরকার যদি অমরত্ব দিতে চাইতে তবুও গুমরে কাঁদা তোমার দুটো চোখ আর নিঃসন্তানময়তার কালশিটে দাগ ভুলেও বিক্রী করতাম না। জাহান্নামের আগুনে হাত রেখে নিষ্পাপ কলুষতাকেই আঁকড়ে ধরতাম, আর সদর্পে বলতাম, “মরণ এলে?” এখন খাদের ধারে আর নই বরং নামতে নামতে আরো গভীরে তলিয়ে যাচ্ছি ক্রমশঃ তাও এত দেরী করে এলে?…