আমার দুর্গা শতরূপা / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
আমার দুর্গা শতরূপা সুপর্ণা দত্ত আমার দুর্গা ধানের মাঠে ধান কাটে ঋতুতে ঋতুতে, আমার দুর্গা ফসল ফলায় বৈশাখ থেকে চৈত্রে। আমার দুর্গা একশ দিনের কাজে রাস্তা ঝাড়ু দেয়, আমার দুর্গা ইমারত গড়তে মাথায় ইঁট বয়। আমার দুর্গা রিক্সা চালায়,বাস-অটো-প্লেনও চালায়, আমার দুর্গা ট্রাফিক সামলাতে রুল হাতে রাস্তায় দাঁড়ায়। আমার দুর্গা রাতের আঁধারে বেআইনী রোধ করে,…