মকর-সংক্রান্তি / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
মকর-সংক্রান্তি সুপর্ণা দত্ত শীতের সময় বয়ে আসা উত্তরে বাতাস জানান দেয় শেষ হচ্ছে বাংলার পৌষ মাস, বাঙালির ঐতিহ্যবাহী দিন পৌষ-সংক্রান্তি দক্ষিণ এশিয়ার উৎসব হয় মকর-সংক্রান্তি। এই উৎসবের আছে নানান নামের বাহার, ভিন্ন ভিন্ন রাজ্যের মানুষ মানে ভিন্ন রকম আচার। তামিলনাড়ুর পোঙ্গল,গুজরাটের উত্তরায়ন, আসামের ভোগালি বিহু,কর্নাটকে মাকারা সংক্রমনা, কাশ্মীরে শায়েন-ক্রাত, বাঙালির পৌষ-সংক্রান্তি উৎসব, সূর্যের উত্তরায়নকে ঘিরে…