সবুজ স্বপ্নের লক্ষ্য সবুজায়ন / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
সবুজস্বপ্নের লক্ষ্য একটাই – সবুজায়ন ✍ অনিমেষ চ্যাটার্জি সুন্দর রঙীন এই পৃথিবী, প্রকৃতির ভালোবাসা কে নিবি? গাছেরা দু হাতে দেয় ফুল ফল, ঝর্ণা নদীর জল টলমল। সবুজ স্নিগ্ধ যত ঘাস বন, খুশিতে দেয় ভরে তনু মন। মাথায় ধরে ছাতা নীল আকাশ, ক্লান্তি মোছে দখিনা বাতাস। সূর্যের আলো করে রোগ দূর, বর্ষায় ক্ষেত জলে ভরপুর। পাহাড়ের…