আলোর আভাস এবং কাউকে বলিনি / পূর্ণেন্দু ভট্টাচার্য / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
আলোর আভাস পূর্ণেন্দু ভট্টাচার্য যদি তার জন্য হয়েছি পাগল মজনু আমি আমার মনের সন্ধ্যাতারায় আশীর্বাণী জমিয়ে রাখে দেরাজে। তার চোখের তারায় আছে কাজল রঙের জ্যোতি ধূ ধূ চরের বিশালতায় বিষাদ খাতে আলোর আভাস পেলে। তার বুকের ভেতর সুখের পায়রা যায় শূন্যে ডানা মেলে বকম বকম করে। আজকে অনেক পুরনো ফুরোন কথা আকাঙ্খার…