বোদ্ধা কবিতা পাঠক / নান্টু চক্রবর্তী / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
বোদ্ধা কবিতা পাঠক নান্টু চক্রবর্তী কবিতা এখন লিখছে সবাই শুনেছি পড়েও অনেকে সারকথা তার বুঝিস কি কিছু?— বললে সে বসে বেঁকে কবিতা-কাব্য চর্চা তো ভালো পড়লে বা কি দোষ? শিল্পচর্চা বাদ দিয়ে শেষে চড়াবো বনের মোষ! কবির স্বভাব কবিতা লেখা, যা মনে আসে লেখে হোক না কেন সে জঞ্জাল স্তুপ পাঠক তো…