ইতিহাস ধ্বংসকারীরা কখনো শুভ নয় / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ইতিহাস ধ্বংসকারীরা কখনো শুভ নয় মৃনাল কান্তি বাগচী ইতিহাস যারা অস্বীকার করতে চায় তারা কখনো ভালো হতে পারেনা ইতিহাস সেই কথাই কয়। এই পৃথীবীতে এসেছে অনেক অশুভ শক্তি সময়ের সাথে সাথে তারা নিশ্চিহ্ন হয়েছে এটা নয় মিথ্যে উক্তি। অশুভ শক্তি আসে ছদ্মবেশে হিত সাধনকারী সেজে যখন তাদের মুখোশ খুলে যায় আসল চেহারা বেরিয়ে আসে…