ধ্বনি সে আগমনী / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
ধ্বনি সে আগমনী শ্রী নীলকান্ত মণি শুভ কি অশুভ রাত্রী-র আগমন কখনো না যদি ঘটে ভুলেও কখনো কি কেউ শুভ প্রত্যুষের করতো আরাধনা!? সেইমতো আচার আচরণ করবার প্রয়োজন পড়ে কি কভু তার! কিছু ব্যতিক্রম হয়তো আছে হয়তো কেন অবশ্যই আছে অন্যথা, সাধারণ ভাবে কেউই তা করে না যে তা বলার অপেক্ষা কি রাখে!? প্রেত পিতৃ-পক্ষ…