স্বপ্নের সরলরেখায় / স্বাগতা ভট্টাচার্য / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
স্বপ্নের সরলরেখায় স্বাগতা ভট্টাচার্য এ”ভাবেই কি কেটে যাবে লণ্ডভণ্ড রাত অখণ্ড অপেক্ষায়! করতলে বিষাদ সাগর। শব্দহীন রূপকথা লেখা থাক শিশির ভেজা শহরের কোলে। আদিগন্ত বিরহ জড়িয়ে অভিমানী কিছু পিপাসা সংকেত। কিছুই তো হলোনা বলা। ঘুমপোশাকে লুকিয়ে রেখেছি বুভুক্ষু চাঁদ আর আগুনের নদী। একটাই তো আকাশ আর উষ্ণতা জড়ানো মেঘেদের পাহাড়। সেই উদাসীন…