হৃদয় সাঁকোয় হাত রেখে এবং নদীর কথা / স্বপন কুমার দাস / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
হৃদয় সাঁকোয় হাত রেখে স্বপন কুমার দাস আকাশ জুড়ে মেঘের খেলা অভিমানী রাত একলা পথে নীরব পথিক কেউ দেয়নি সাথ বৃষ্টি এলো ঝমঝমিয়ে নিঝুম চারিধার বুক ভেসে যায়, মন ভেসে যায় পদ্মা নদীর পাড় মনের সাঁকো ভাঙলো যখন উথাল পাথাল ঢেউ চোরা স্রোতে যাচ্ছি ভেসে সঙ্গে নেই তো কেউ হৃদয় সাঁকোয় হাত রেখে…