খাইবার পাস / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
খাইবার পাস প্রেমাঙ্কুর মালাকার ভারতের সংসদে এম.পি.দের জন্যে ভর্তুকি ক্যান্টিন চালু ছিলো নানা সমালোচনায় যেটা উঠে গেছে। আজ আর নেই। সেই মর্মে “খাইবার পাস” নামে আমার একটি কবিতাঃ- কোটি কোটি টাকা পেটপুজোতেই ভর্তুকি একরাশ! সাংসদদের চলে ক্যান্টিন যেন ‘খাইবার পাস’!! চোদ্দো টাকায় মেলে বিরিয়ানি দুই টাকা প্লেট ভাত! দেশের লোকের করের টাকায় ভুরি-ভোজ সাক্ষাৎ!!…