ফিরে দেখা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“ফিরে দেখা” রণজিৎ মন্ডল দেখতে ভালো লাগে বটে, কিন্তু ভেঙেছে হৃদয় জীবন তটে, কখনো ফেরা হবে না আর তিন ভূবনের প্রেমের ঘাটে! এ যেন শেষ বেলাতে চেয়ে থাকা, প্রথম আলোর কিরণ শোভার আনন্দ মঠে, শুরু ছিল যার অগ্নিবীনার সুরের ছন্দ চলার পথে। আজ আমি লাল, অভিমানে নয়, তপ্ত হৃদয় শীতল পথে, দূঃখ সুখের স্মৃতিকথা তাই…