সিস্টার সিলভিয়া, শোনো! / পার্থসারথী চট্টোপাধ্যায় / বাংলা কবিতা /
সিস্টার সিলভিয়া, শোনো! — পার্থসারথী চট্টোপাধ্যায় মেঘে মেঘে হারাকিরি, রক্তের স্তবকে কাঁপে ছায়া! স্তম্ভের আড়ালে চাঁদ, কুয়োতলা— অপার্থিব ডেরা। চার্চের প্রাচীরে ফোটা বুনোফুল, মেঠো ইঁদুরের — খুঁড়ে ফেরা সমাচার প্রসঙ্গ চূড়ায় বেজে ওঠে। অনুশোচনার দিনে ডাহুকের মর্মছেঁড়া ডাক অশ্বত্থপাতার নিচে প্রভাতফেরির আলো ছুঁয়ে শিশু-উৎসবের চেনা অবনমহলে চলে যাবে, মার্কারি আলোর নীল ক্ষিপ্রতায় পুড়ে যাবে মুখ!…