নিশ্চিহ্ন / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
নিশ্চিহ্ন রণজিৎ মন্ডল সূর্যটা ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেল, রেখে গেল হিমেল হাওয়ার পরশ আর নিয়ে গেল আমার উষ্ণতা ও আশার আলো। আমি হয়তো আরো শীতল হব আরো সূর্যকে চাইবো, চাইবো আরো উষ্ণতার আলো। কে দেবে, কে জ্বালবে প্রাণের প্রদীপ যে প্রদীপে জ্বলবে আমার আশার আলো! অকুন্ঠ ভালোবাসা, নিস্তেজ আলোয় হারাবে পথের দিশা, যতই…