মধু বৈরাগীর আখড়া / ড. মদনচন্দ্র করণ / বাংলা কবিতা /
মধু বৈরাগীর আখড়া ড. মদনচন্দ্র করণ হে প্রিয়তমা, তুমি গেছ স্বর্গ-লোকের পারে, তব স্মৃতি জাগে প্রাণে, বাঁধি প্রেমের ডোরে। মধুমাসে ফুলের গন্ধে, মাধবীর সৌরভ, তোমার মুখখানি দেখি, জাগে প্রেমের প্রভ। ময়ূরের কেকাধ্বনি জাগায় হৃদয় সুর, তোমার হাসির সুর পাই, করি প্রাণের নূর। কোকিলের কুহু-ধ্বনি বাজে গভীর বনে, তোমার স্মৃতি ভাসায় মোর শূন্য হৃদয়-পনে। পলাশ ফুলের…