সূচীপত্র / শারদীয়া সংখ্যা / সবুজ স্বপ্ন /
প্রতি বছরের মতো এবছরও আমাদের সবার বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের পাক্ষিক পত্রিকা “সবুজ স্বপ্ন” এর বার্ষিক আগমনী সংখ্যা 2024 আজ প্রকাশিত হল। এখানে খ্যাতনামা লেখক-লেখিকাদের মূল্যবান লেখার পাশাপাশি ছোট ছোট চিত্রশিল্পী, তাদের নিজেদের বানানো ছবিও প্রকাশিত হল। সঙ্গে রইলেন আমার শিল্পগুরু শ্রী সুশান্ত সরকার মহাশয়। এছাড়াও আমাদের সবুজ স্বপ্নের পাঠক ও পাঠিকাগন তো রয়েছেনই। তবে কাজ…